• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পূজামণ্ডপে তরুণীর শ্লীলতাহানীর অভিযোগে যুবক আটক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:৪১ এএম

পূজামণ্ডপে তরুণীর শ্লীলতাহানীর অভিযোগে যুবক আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পূজামণ্ডপে তরুণীর শ্লীলতাহানীর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটক ওই যুবকের নাম হায়দার আলী সরদার (২২) অভিযোগ রয়েছে, উপজেলার লক্ষীকোল নন্দীপাড়া দুর্গা মণ্ডপে পূজা দেখতে আসা এক মুসলিম তরুণীর শ্লীলতাহানী করে সে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক হায়দার আলী উপজেলার মৌখাড়া মহল্লার সোহরাব আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী লক্ষীকোল নন্দীপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আসেন। একই সময়ে হায়দার আলীও কয়েকজন বন্ধুসহ ণ্ডপে আসেন। পরে হায়দার আলী সুযোগ বুঝে মেয়েটির শ্লীলতাহানীর চেষ্টা করেন। সময় স্থানীয় লোকজন বুঝতে পেরে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ঘটনা কি ঘটেছিল তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইফাত/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ