• ঢাকা সোমবার
    ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:৪৬ এএম

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার নাম শান্ত (১৯)।

রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোড থেকে তারাবির নামাজ শেষে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা। ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি। এসময় তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।  

মোহাম্মদপুর থানার এএসআই সাত্তার খান এসব তথ্য জানান।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি বলেন, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাত্র থানায় আসলাম। আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্দান এলাকায়। শান্তর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আটককৃত ছিনতাইকারীকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ