প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:০১ পিএম
নাটোরের চলনবিলে বক দিয়ে বক শিকারের অপরাধে পাঁচ পাখি শিকারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে চলনবিলের দুর্গম সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা গ্রামে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
আটককৃতরা
হলেন- মজিবুর রহমান (৩৬), সোলেমান (৩২),
কামরুল (৩০), নয়ন (১৭)
এবং নুর-এ-আলম
(১১)।
এ
সময় পাখি শিকারিদের কাছ
থেকে ২০টি বক জব্দ
ও ২১টি ফাঁদ ধ্বংস
করা হয়। পরে সিংড়া
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তিনজনকে ৫ হাজার
টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া
হয়।
অভিযানে
উপস্থিত ছিলেন- রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ
বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান
ইমাম মহসিন আলম, হাসিবুর রহমান
শিমুল, জুবায়ের হোসেন, আবু কাহারসহ আরও
অনেকে।
নূর/এম. জামান