• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পেকুয়ায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ৯

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৭:২৭ পিএম

পেকুয়ায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ৯

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূজামণ্ডপ হিন্দুবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। দুর্গাপূজার মধ্যে কুমিল্লার ঘটনা জের ধরে বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাছারী মুরা শীলপাড়া পূজামণ্ডপ মগনামায় হামলার ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় কেন্দ্রীয় পূজামণ্ডপে একদল দুর্বৃত্ত মিছিল নিয়ে গিয়ে হামলার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সময় পুলিশকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছোড়ে

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা গুলি ছোড়ে একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশসহ অন্তত - জন আহত হয়। হামলাকারীরা গেটের সামান্য কিছু অংশ ভাঙচুর করলেও মূল পূজামণ্ডপের ক্ষতি সাধন করতে পারেনি।

ওসি বলেন, ‘পেকুয়া সদরের ঘটনার পর আরও কয়েকটি জায়গায় দুর্বৃত্তরা খণ্ড খণ্ড মিছিল বের করে। তারা শিলখালী ইউনিয়নের কাছারী মুরা শীলপাড়া পূজামণ্ডপে এবং মগনামায় কয়েকটি হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর করে।’

হামলার খবর পেয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে জনকে আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ