পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত হয়েছেন ১৩ জন। শনিবার (১৫ মে) রাতে সদর উপজেলার কদমতলা বাজারে এ সহিংসতার ঘটনা ঘটে।
স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সদর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সোবাহানও আহত হন। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান দাবি করেন, রাত সাড়ে ৮টার দিকে কদমতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিহাব শেখ এর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে তিনিসহ ছয়জন আহত হয়।
শিহাব শেখ দাবি করেন, কদমতলা বাজারে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর হানিফ খান তার লোকজন নিয়ে অতর্কিতভাবে তার (শিহাব শেখ) লোকজনের উপর হামলা করে। এতে তাদের পাঁচজন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডব্লিউএস/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন