• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তিন মিনিটের ঝড়ে উড়েছে ঘরের চাল

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৭:১৯ এএম

তিন মিনিটের ঝড়ে উড়েছে ঘরের চাল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে তিন মিনিটের ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এতে দুটি ঘরের চাল উড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের রমেশবালার ডাঙ্গী গ্রামে ঝড় বয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, পূজা পরিদর্শনের উদ্দেশ্যে তিনি ওই গ্রামে যান। হঠাৎ তিনি দেখতে পান ওই গ্রামের উত্তর দিক হতে ঘূর্ণায়মান অবস্থায় ধূলিঝড় ধেয়ে আসছে এবং তা ক্রমান্বয়ে বড় আকার ধারণ করে আকাশের দিকে যাচ্ছে। যা / মিনিটের মতো স্থায়ী ছিল।

ঝড় ওই গ্রামের গোলাম মোস্তফা মুসল্লির ছেলে শহিদ মুসুল্লির দুটি ছাপড়া ঘরের টিনের চাল উড়িয়ে নিয়েছে।

 

ইফাত

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ