• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৪:৫১ পিএম

হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি-এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমানের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইরাজ উদ্দিন দেওয়ান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিগণ।

উপজেলার বিভিন্ন বাজারে ও বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের আগুন নেভানো, ছোট ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আগুন নেভানোর বিষয়ে সবাইকে সচেতন করার এই মহড়া অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ