• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ : ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৮:২৩ পিএম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ : ব্রিটিশ হাইকমিশনার

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশের হিন্দু-মুসলমান একে অপরকে সহযোগিতা করছে। সম্প্রীতি নিয়ে একসঙ্গে বসবাস করেছে। চমৎকার পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনই তার বড় প্রমাণ। এ দেশের মানুষ তাদের ধর্মীয় উৎসবটি সুন্দরভাবে অনুশীলন করছেন।’

মঙ্গলবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং দানবীর রণদা প্রসাদ সাহার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পায়ে হেঁটে ব্রিটিশ হাইকমিশনার মির্জাপুর গ্রামের কয়েকটি পূজামণ্ডপও পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মণ্ডপের পূজারিদের সঙ্গে কথা বলেন। 

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ