প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১২:০৩ পিএম
কক্সবাজারের উখিয়ায় মহাসড়কের পাশে থাকা গাছের
সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের
ধাক্কা লাগে। এতে ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ
সময় চালক গুরুতর আহত
হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর
৫টার দিকে উপজেলার রাজাপালং
ইউনিয়নের হিজলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত
ট্রাকের সহকারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) এবং আহত
ট্রাক চালক মোহাম্মদ হাসান
(৩০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, ভোরে হিজলিয়া স্টেশনের
বাম পাশে অবস্থিত একটি
গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে
দুমড়ে-মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী
একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৩৮৮৮)। এ সময়
গাছটি উপড়ে যায়। ট্রাকের
ভেতরে থাকা দুজনকে উদ্ধারের
চেষ্টা করেন স্থানীয়রা। খবর
পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উখিয়া ফায়ার
সার্ভিসের একটি ইউনিট। ক্রেনের
সাহায্যে প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টায়
একজনকে জীবিত ও অপরজনকে মৃত
অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন
ফায়ার সার্ভিসের কর্মীরা।
উখিয়া
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, খবর
পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে
ছুটে আসি। গুরুতর আহত
অবস্থায় ট্রাক ড্রাইভারকে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ
চেষ্টার পর সহকারীর মৃতদেহ
উদ্ধার করা হয়।
আহত
ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর
হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহত ট্রাক
সহকারীর লাশ ময়নাতদন্তের জন্য
উখিয়া থানা-পুলিশের হেফাজতে
দেওয়া হয়েছে।
নূর/ডাকুয়া