• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১২:৪৯ এএম

চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বাস চাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শাওন ও মিলন নামের আরও দুই জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর)  রাত ৮টার দিকে উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুইজন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরাসাইকেল যোগে অমিত, শাওন ও মিলন রামগঞ্জ-নোয়াখালী সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা জননী সার্ভিসনামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী। বাস চাপায় ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দুজন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ইকবাল/নোয়াখালী/জেডআই

আর্কাইভ