• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০১:৫২ পিএম

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পূজামণ্ডপে টাঙানো আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুরকুটা গ্রামের বির্জন চন্দ্রের ছেলে ক্ষিতিশ চন্দ্র (৬৫), তার ভাতিজা বিমল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র (৩৫) ও প্রতিবেশী চাঁন চন্দ্রের ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গামন্দির পূজামণ্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র, ছেলে শ্রী রুবেল চন্দ্র, প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে গুরুতর শ্রী রুবেল চন্দ্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ