• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

যাত্রীশূন্য পাটুরিয়া ফেরিঘাট

প্রকাশিত: মে ১৩, ২০২১, ০১:৫২ পিএম

যাত্রীশূন্য পাটুরিয়া ফেরিঘাট

মানিকগঞ্জ প্রতিনিধি

আজ বাদে কাল ঈদ। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসব পরিবারের সঙ্গে কাটাতে গ্রামে ছুটছেন কর্মজীবীরা। এ কারণেই সবশেষ কয়েকদিনে ঘাটগুলোতে উপচে পড়া ভিড়। তবে আজকের (বৃহস্পতিবার) চিত্র সম্পূর্ণ ভিন্ন।

যাত্রীশূন্য রয়েছে পাটুরিয়া ফেরিঘাট। ঢাকা-আরিচা মহাসড়কেও নেই যানবাহনের জট।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যাত্রী বা গাড়ির কোনো জট নেই।

অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি পার হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক যাত্রী নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছেন। ভোর থেকেই পণ্য বোঝাই ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে। ফলে খুশি পণ্যবাহী ট্রাক চালকরা।

বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ঘরমুখো মানুষ ও ছোট গাড়ির চাপ কমে গেছে। ফলে ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপারে অসুবিধা হচ্ছে না। গতকাল বুধবার থেকেই সবগুলো ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।'

সাধারণ মানুষ ঘাটে এসে স্বস্তিতে ফেরি পার হচ্ছেন বলেও জানান বিআইডাব্লিউটিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এএএম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ