• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল

প্রকাশিত: মে ১২, ২০২১, ১০:৩২ পিএম

পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধর্ষণ ও সহিংসতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এবার সেই মামলাগুলোতে তিন দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১২ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির মামুনুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, ‘ধর্ষণ ও সহিংসতার পাঁচটি মামলায় হেফাজত নেতা মামুনুল হককে তিন দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

এর আগে গত ৯ মে মামলাগুলোর রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। তবে ১২ মে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির আদেশ দেন আদালত। সেই ধারাবাহিকতায় কাশিমপুর কারাগার থেকে মামুনুলকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয়। পরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

এএএম/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ