প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৪:০১ পিএম
ঘুষি মেরে ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষকের তিনটি দাঁত ভেঙে দিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। বৃহস্পতিবার (৭
অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়াপণ্ডিত পুকুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক সাজ্জাদুল উপজেলার ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাকে শুক্রবার (৮ অক্টোবর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজ্জাদুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার কোষাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং হয়। মিটিংয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিস খাতা ছিঁড়ে ফেলেন। তিনি মিটিং শেষ না করেই বিদ্যালয় বের হয়ে যান।
মঞ্জুয়ারা বেগম বলেন, ওই দিন সন্ধ্যায় আমার স্বামী ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়াপণ্ডিত পুকুর বাজারে যান। ওই বাজারে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের কাপড়ের দোকান আছে। আমার স্বামী তার দোকানে গিয়ে নোটিস খাতা ছিঁড়ে ফেলার কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় শামিম হোসেন আমার স্বামীকে মারধর করাসহ মুখে ঘুষি দিলে তার সামনের তিনটি দাঁত পড়ে যায়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ-সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডআই/ডাকুয়া