• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় দুর্গাপূজার প্রতিমা ভেঙে দিলো অজ্ঞাত দুর্বৃত্তরা!

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৮:৫৮ পিএম

গাইবান্ধায় দুর্গাপূজার প্রতিমা ভেঙে দিলো অজ্ঞাত দুর্বৃত্তরা!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি পূজামণ্ডপে হানা দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভেঙে চুরমার করেছে সব ক’টি প্রতিমা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সাহাপাড়া এলাকায় স্থায়ী পূজামণ্ডপ না থাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন কয়েক বছর ধরে অস্থায়ীভাবে মণ্ডপ তৈরি করে দুর্গোৎসব পালন করে আসছে। প্রতিবারের মতো এ বছরেও তারা দুর্গাপূজা পালন করার জন্য প্রতিমা তৈরি করে। এরই মধ্যে বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টা পর্যন্ত একজন পাহারাদার সেখানে অবস্থান করার পর বাড়িতে গিয়ে ঘুমায়। পরে স্থানীয়রা বৃহস্পতিবার ভোরে এসে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন সাহা বলেন, ‘আমি বুধবার দিবাগত রাত ৩ টার দিকে প্রতিমাগুলো ভালো অবস্থায় দেখেছি। বৃহস্পতিবার ভোরের দিকে ভাঙচুরের শব্দ শুনে ঘর থেকে বাইরে বের হয়ে দেখি প্রতিমাগুলো মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। এ সময় কাউকে দেখতে পাইনি।

পূজামণ্ডপের সভাপতি চন্দন কুমার সাহা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এখানে অস্থায়ী পূজামণ্ডপ তৈরি করে দুর্গোৎসব পালন করা হচ্ছে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা খুবই চিন্তিত।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য জানান, এটা খুব দুঃখজনক ঘটনা। মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছে পূজামণ্ডপ পাহারা দেওয়ার জন্য।

তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কেউ এই কাজটা করেছে।’

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্গাপূজা উদযাপনের জন্য  তাৎক্ষণিকভাবে মণ্ডপ কমিটির লোকজনের হাতে ২০ হাজার টাকা দেওয়া হয়। যাতে তারা নতুন প্রতিমা এনে পূজা উদযাপন করতে পারেন।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ