প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৬:৪৬ পিএম
নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে
চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে
সদর উপজেলার হয়বতপুর ও লক্ষ্মীপুর বাজারে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা
হলেন- আল আমিন (২৪),
আকরাম হোসেন (২২), মো. আ.
মজিদ (২৯) ও আরিফুল
ইসলাম (২৬)।
র্যাব-৫ নাটোর
ক্যাম্প সূত্রে জানা যায়, অসাধু
কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে
দীর্ঘদিন ধরে এলাকার যুবক
ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে
আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে
সদর উপজেলার হয়বতপুর ও লক্ষ্মীপুর বাজারে
অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা
হয়।
এ সময়
৪টি সিপিইউ, ১১টি হার্ডডিক্স, ৪টি
মনিটর, ৪টি কিবোর্ড, ৪টি
মাউস, ১৫টি কার্ড রিডার,
১২টি কম্পিউটার ক্যাবল ও ১টি এসএসডি
কার্ড জব্দ করা হয়।
এ
বিষয়ে নাটোর সদর থানায় পর্নোগ্রাফি
নিয়ন্ত্রণ আইনে মামলা করা
হয়েছে।
নূর/এম. জামান