• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জামায়াতের রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৪:২৬ পিএম

জামায়াতের রফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। আদালত ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখায়।

গত ৫ সেপ্টেম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, ‘সিরাজগঞ্জ  উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

নূর/এম. জামান

আর্কাইভ