• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাস্তা থেকে গলাকাটা ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:০৭ পিএম

রাস্তা থেকে গলাকাটা ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

ময়মনসিংহ ব্যুরো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় ছটফট করছিলেন রিয়াদ মিয়া (৪৫)। সেখান দিয়ে যাচ্ছিলেন রাতের ডিউটিতে থাকা পুলিশ। বিষয়টি নজরে পড়তেই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেই পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা-শ্রীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার কাদির মিয়ার ছেলে।

এ বিষয়ে ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘রাতে ডিউটি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সহকর্মীদের নিয়ে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই ব্যক্তি গলাকাটা অবস্থায় ছটফট করছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে আছেন।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। ঘটনাটি শ্রীপুর থানার অধীনে। শ্রীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জেডআই/এএমকে

আর্কাইভ