প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৪১ পিএম
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ফুলবাড়ী ও
মোল্লারচর নামক এলাকায় অভিযান
চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭৪৮
পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার
মূল্য ১৭ লাখ ২৪
হাজার ৪০০ টাকা।
বুধবার
(৬ অক্টোবর) পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার মোল্লারচর বিজিবির টহলদল এসব মাদক উদ্ধার
করে।
বিজিবি
জানায়, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
বাস্তবায়ন করেছে। এ লক্ষ্যে সীমান্তে
মাদক ও সব ধরনের
চোরাচালান পাচার রোধে গোপন সংবাদের
ভিত্তিতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জামালপুর
ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ
মুনতাসির মামুন জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে
রৌমারী উপজেলার পৃথক দুটি অভিযান
চালিয়ে এসব মাদক উদ্ধারের
পর রৌমারী থানায় জিডি করা হয়েছে।
পরবর্তীতে এসব মাদক মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হবে।
রৌমারী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি
মালিকবিহীন অবস্থায় প্রায় ৬ হাজার ভারতীয়
ইয়াবা উদ্ধারের পর থানায় একটি
জিডি করেছে।
নূর/এম. জামান