প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৩:১৪ পিএম
কুষ্টিয়ার
মিরপুর পৌরসভার সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে যুব অন্তর্ভুক্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে মিরপুর পৌরসভা মিলনায়তন কক্ষে
অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর
পৌরসভার প্যানেল মেয়র জাহিদ হোসেন।
স্থানীয় ‘আলো’
স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান। এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহানাজ পারভীন ও
হালিমা খাতুন, কাউন্সিলর আলম হোসেন, ইলিয়াস কাঞ্চন,
রেজাউল
ইসলাম, নজরুল ইসলাম মল্লিক, আপান মোল্লা প্রমুখ।
এক্টিভিস্তা
কুষ্টিয়ার যুব সদস্যদের আয়োজনে, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার
বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর
ফাইন্যান্স অফিসার মজিবুল হক।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের
সম্পৃক্ততা ত্বরান্বিত করতে ওয়ার্ড কমিটিসহ বিভিন্ন স্থায়ী কমিটিতে যুবকদের
অন্তর্ভুক্ত করা হবে এবং যুবকদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পৌরসভার পক্ষ থেকে
সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এস/এম. জামান