• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আ.লীগে যুদ্ধাপরাধীর কোনো ঠাঁই নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৩:৫৭ পিএম

আ.লীগে যুদ্ধাপরাধীর কোনো ঠাঁই নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী. আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগে এখনও যুদ্ধাপরাধীদের উত্তরসূরি রয়েছেন, এটি লজ্জার বিষয়। কারণ আওয়ামী লীগে যুদ্ধাপরাধীর সন্তান কিংবা রাজাকারদের ঠাঁই নেই।

মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সোয়া ১১টায় সৈয়দপুর বিমানবন্দর লাউঞ্জে সৈয়দপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সন্তানদের উদ্দেশে এই কথা বলেন তিনি।

বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হকসহ আরও অনেকে। 

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।

স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রীকে অবহিত করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসাবে যুদ্ধাপরাধীর সন্তান দায়িত্ব পালন করছেন। এমন কোনো কাজ নেই যে তিনি করেন না।

এসব শুনে মন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে বলে জানান। নিজে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

নীলফামারীর খানসামায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন ও মতবিনিময় শেষে রাতে ঢাকা ফিরবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী. আ.ক.ম মোজাম্মেল হক।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ