• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১, আহত ৩

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৮:৫২ পিএম

সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১, আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে আফজাল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার ( অক্টোবর) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালীর খামার গ্রামে ঘটনা ঘটে। মৃত্যু আফজাল হোসেন ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্বজনেরা জানায়, ওই সময় বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন লাইনম্যানেরা। এতে একটি তার মাটিতে পড়ে ছিল। তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় আফজাল হোসেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়।

বিষয়ে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি।

নূর/এম. জামান

আর্কাইভ