• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সৈয়দপুরে সড়কে অবৈধ স্ট্যান্ড, চলাচলে ‌‌‌‌দুর্ভোগ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১১:৫৬ এএম

সৈয়দপুরে সড়কে অবৈধ স্ট্যান্ড, চলাচলে ‌‌‌‌দুর্ভোগ

মো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অভিযোগ পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের। সড়কের ওপর থেকে এসব স্ট্যান্ড অপসারণের দাবি জানিয়েছেন তারা।

 

সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরে এক হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। তবে চলাচল করছে চার হাজারের বেশি অটোরিকশা।

 

সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল, কিছুক্ষণ মোড়, শপিং কমপ্লেক্স সৈয়দপুর প্লাজার সামনে, ২নং রেলওয়ে গুমটি, থানার সামনে, রেলওয়ে স্টেশনের পেছনে সড়কের ওপর রয়েছে অটো স্ট্যান্ড। এছাড়া বঙ্গবন্ধু চত্বর থেকে দক্ষিণে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা (বিমানবন্দর) সড়কে ৫০ গজের মধ্যে তিনটি, শহীদ তুলশিরাম (দিনাজপুর) সড়কের ১০০ গজের মধ্যে ৫টি, পাঁচমাথা মোড়ের পূর্ব দিকে বাসস্ট্যান্ড পর্যন্ত ৪টি, শহীদ ডা. জিকরুল হক সড়কে ৫টি স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কের ওপর অটোস্ট্যান্ড গড়ে উঠেছে।

 

এসব স্ট্যান্ডের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। আবার স্ট্যান্ডগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে যাওয়ার খানিক পর পর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। সড়কের মধ্যে এভাবে স্ট্যান্ড গড়ে ওঠায় জনগণের পায়ে হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে। সেই সঙ্গে অন্যান্য যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে না। এতে প্রতি মুহূর্তেই সৃষ্টি হচ্ছে যানজট। 

 

মাইক্রোচালক ইমারান হোসেন বলেন, সড়কের ওপর যেখানে-সেখানে এভাবে অটোরিকশার কারণে স্বভাবিকভাবে গাড়ি চালনো যাচ্ছে না।

 

সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক হানিফ উদ্দীন বলেন, সড়কের ওপর অবৈধ এসব স্ট্যান্ডের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে প্রতিনিয়ত। জনগণের সুবিধার্থে এসবের বিরুদ্ধে ট্রাফিক পুলিশকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও অনিবন্ধনকৃত অটোরিকশা আটক অভিযান শিগগিরই শুরু করা হবে। এ ব্যাপারে সহযোগিতা চেয়ে বেশ কয়েকবার সৈয়দপুর পৌর মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ আজ অবধি নির্ধারিত কোনো স্থানে স্ট্যান্ড গড়ে তুলতে পারেননি।

 

এ ব্যাপারে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আমি প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি। গোটা শহর গড়ে ওঠেছে রেলের জায়গায়।

 

তিনি আরও জানান, পৌরসভার সঙ্গে রেলে কর্তৃপক্ষের জমি সংক্রান্ত মামলা দীর্ঘদিন থেকে আদালতে চলমান। তাই চাইলেও অনেক কিছু করা যায় না। তবে খুব শিগগিরি ফাঁকা নির্ধারিত কিছু জায়গায় অটোস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ