• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৬:১৭ পিএম

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২ অক্টোবর) সকালে ওই সীমান্তের ১ মেইন পিলারের ৩ নাম্বার সাব-পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। বিজিবি তাদের আটক করে বিকেলে পুলিশে সোপর্দ করে।

আটক দুইজন হলেন- ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, দুই মাস আগে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন মমিন উদ্দিন ও সুজন মিয়া। ফেরার পথে তাদের আটক করে বিজিবি।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করেন। বিকেলে তাদের পুলিশে সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস/এম. জামান

আর্কাইভ