• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৯:১৯ পিএম

শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম সোহান (৮) ও মাহিম (৫)। তারা সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের সৈয়দ শেখের বাড়িতে খেলতে খেলতে সবার অগোচরে সোহান ও মাহিম বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের খোঁজ করে না পেয়ে পুকুরে জাল ফেলে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয় গোপাল বিশ্বাস শিশুদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। নিহত সোহান মঠবাড়ীয়ার ইদ্রিস আলীর ছেলে ও পিরোজপুরের মাহিম ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের এনামুল পেয়াদার ছেলে। দুই শিশু পিতা-মাতার সঙ্গে রতিয়া রাজাপুর গ্রামে বেড়াতে এসেছিল।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিআর/ডাকুয়া

আর্কাইভ