• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৯:০০ পিএম

গোবিন্দগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৫)। বিয়ের আয়োজন চলছিল তার। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায় কন্যার বাড়িতে। এ সময় ভেঙে দেওয়া হয় বাল্যবিয়েটি।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে এমনি এক ঘটনা ঘটেছে উপজেলার মাকুরাই বিলপাড়া গ্রামের শাহ আলম মিয়ার বাড়িতে।

স্থানীয়রা জানান, সাথী আক্তার সবেমাত্র দশম শ্রেণির ছাত্রী। এখনও বিয়ের বয়স হয়নি তার। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। থানা পুলিশ অভিযান চালায় কন্যার বাড়িতে। এ সময় ভেঙে দেওয়া হয় বাল্যবিয়েটি।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সাথী আক্তারের বিয়ে দেবে না মর্মে অভিভাবকের পক্ষ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। এ কারণে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বরের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।

 

টিআর/ডাকুয়া

আর্কাইভ