• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মুহিবুল্লাহর দাফন সম্পন্ন, চলছে মামলার প্রস্তুতি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১০:১২ পিএম

মুহিবুল্লাহর দাফন সম্পন্ন, চলছে মামলার প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি

দাফন সম্পন্ন হয়েছে হত্যাকান্ডের শিকার রোহিঙ্গা নেতা মো.মুহিবুল্লাহর। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসর নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প- ইস্ট নম্বর কেন্দ্রে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অদুরবর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় হাজার হাজার রোহিঙ্গা অংশগ্রহন করে। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী তাকে গুলি করে হত্যা করে।

রোহিঙ্গারা জানায়, মুহিবুল্লাহ সন্তানের জনক ছিলেন মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার সূত্রে তিনিমাস্টার মুহিবুল্লাহনামেও পরিচিত ছিলেন।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইফাত

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ