• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রংপুরে এএসআই হত্যায় রিমান্ডে মাদক কারবারি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৭:৫২ পিএম

রংপুরে এএসআই হত্যায় রিমান্ডে মাদক কারবারি

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর হারাগাছ থানা পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম হত্যার ঘটনায় মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তভার পাওয়া রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল-মাহবুব তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকায় মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পারভেজ রহমান ওরফে পলাশ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সময় ওই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতের শিকার হন এএসআই পেয়ারুল ইসলাম। পরদিন বেলা সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনায় মাদক হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দুটি তদন্ত করছে পিবিআই।

বিষয়টি নিশ্চিত করে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর ছাড়াও পলাশকে পেয়ারুল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।’

নূর/এম. জামান

আর্কাইভ