• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:৫২ পিএম

ব্রহ্মপুত্রে  ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়!

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের কুড়িগ্রামের চিলমারী এলাকায় ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে বাবুল কুমারের জালে ধরা পড়ে এই মাছটি। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ধরা বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

উপজেলার ফকিরেরহাট এলাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী লাল চরণ। এরপর থানাহাট বাজারে মাছটি কেটে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৪০০ টাকায় খুচরা বিক্রি করেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ফকিরেরহাট এলাকার জেলে বাবুল কুমার ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। হঠাৎ তার জালে ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী লাল চরণ জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি। এ ছাড়াও বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদেরা তার কাছ থেকে এসব মাছ কিনে নেন বলে জানা গেছে।

উপজেলার মৎস্য অফিসার মো. নুরুজ্জামান খান জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি। আমরা এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে এগুলো রক্ষা করতে চেষ্টা করছি। যেন এরা নদীতে বংশ বিস্তার করতে পারে।

এস/এম, জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ