• ঢাকা রবিবার
    ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

স্টেশনে ট্রেন থামলেও মেলে না টিকিট, গুনতে হয় জরিমানা!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:১৭ পিএম

স্টেশনে ট্রেন থামলেও মেলে না টিকিট, গুনতে হয় জরিমানা!

খন্দকার শাহিন, নরসিংদী

নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দিলেও মেলে না কোনো টিকিট। ফলে জরুরি প্রয়োজনে ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক যাত্রীকে বাধ্য হয়ে টিকিট ছাড়াই উঠতে হয় ট্রেনে। এতে তারা বিপাকেও পড়েন। গুনতে হয় জরিমানা।

সরেজমিনে দেখা গেছে, নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ঢাকার কর্মস্থলে পৌঁছাতে শত শত যাত্রী ভিড় জমান। কিন্তু টিকিট বিক্রিতে অনিয়ম ও রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় তীব্র অসন্তোষ বিরাজ করে যাত্রীদের মধ্যে। অনেক যাত্রী টিকিট ক্রয়ে ব্যর্থ হয়ে, বিনা টিকিটে টিটিদের অতিরিক্ত টাকা দিয়ে পৌঁছাচ্ছেন গন্তব্যে।

রেল চলাকালীন চুক্তি করা যাত্রীদের স্টেশনে পৌঁছানোর আগে রেল থামিয়ে যাত্রীদের নামাতে সহযোগিতা করেন রেলে কর্মরত কতিপয় ব্যক্তি। এগারসিন্ধুর রেলে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পূর্বে টঙ্গী স্টেশনের আউটারে যাত্রীদের নামাতে দেখা গেছে। এছাড়া বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর আগে চুক্তি করা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

সম্প্রতি ঢাকার উদ্দেশে রওনা হতে সকাল ৯টায় রেলওয়ে স্টেশনে আসেন পিতা-পুত্র। ট্রেনের টিকিট না পেয়ে এগারসিন্ধুর ট্রেনে উঠে পড়েন তারা। এর পর ট্রেনের ভেতরে টিকিট পরিদর্শকের কাছে গুনতে হয় জরিমানা। এ বিষয়ে জানতে চাইলে “ষাটোর্ধ্ব ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ঢাকা যাওয়ার জন্য নরসিংদী স্টেশনে আসেন তারা। এসে দেখেন আন্তঃনগর ট্রেন থামা থাকলেও দেওয়া হয় না কোনো টিকিট। আগে জানলে এ রুটে আসতেন না তিনি।

তিনি বলেন, ‘রেল স্টেশনে এ কেমন ব্যবস্থাপনা, ট্রেন থেমে থাকলেও কোনো টিকিট দেওয়া হয় না। বিনা টিকিটে শত শত যাত্রী উঠেছেন ট্রেনটিতে। আমার ভাগ্য খারাপ, তাই জরিমানা দিতে হলো ভাই।’

কিশোরগঞ্জ থেকে নিয়মিত ঢাকা অফিস করেন আমিরুল (ছদ্মনাম) নামের এক যাত্রী জানান, ‘দীর্ঘ ৯ বছর ধরে রেলে সকাল ও সন্ধ্যা চলাচল করে আসছি। অনেক কিছু দেখেও, না দেখার মতো থাকি। কিশোরগঞ্জ থেকে ঢাকার ভাড়া ২৪০, বাজিতপুর থেকে ১০৫ ও ভৈরব থেকে ৮৫ টাকা হলেও নরসিংদী থেকে এগারসিন্ধুর ট্রেনের কোনো টিকিট দেওয়া হয় না। কিন্তু সকালে অনেক যাত্রী ওঠেন নরসিংদী স্টেশন থেকে। তাদের টিকিট দেওয়া হয় না। অথচ রেলের ভেতরে যাত্রীদের গুনতে হয় জরিমানা।

এগারসিন্ধুর রেলে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক রনি জানান, রেলে বিনা টিকিটে ভ্রমণ করার কোনো সুযোগ নেই। বিনা টিকিটে রেলভ্রমণের যাত্রীদের জরিমানাসহ টিকিট ফি অর্থদণ্ড করা হয়। এর মাঝে যদি কোনো যাত্রীর সমস্যা থাকে তা আমাদের অবগত করলে বিবেচনা করা হয়।

এ বিষয়ে স্টেশন মাস্টার এটিএম মূসা জানান, প্রতিদিন সকালে ঢাকাগামী যাত্রীদের জন্য আন্তঃনগর রেলের ৮টি আসনসহ টিকিট রয়েছে। তবে দাঁড়িয়ে যাওয়ার জন্য কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হয় না।

নরসিংদীসহ যে সকল স্টেশনে আন্তঃনগর রেল যাত্রাবিরতি দেয়, ওই স্টেশনের ব্যবস্থাপনা আরও সুন্দর ও যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান ভুক্তভোগী যাত্রীরা।

টিআর/ডাকুয়া

আর্কাইভ