• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরল ২৭ বাংলাদেশি, আদালতের নির্দেশে কোয়ারেন্টিনে

প্রকাশিত: মে ১১, ২০২১, ১১:২১ এএম

অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরল ২৭ বাংলাদেশি, আদালতের নির্দেশে কোয়ারেন্টিনে

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস। ভাইরাসটির ভ্যারিয়েন্ট (ধরন) যেন দেশে না ছড়িয়ে পড়ে এ জন্য ভারতের সঙ্গে থাকা সকল সীমান্ত বন্ধ করেছে সরকার। এর মধ্যেই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরেছে ২৭ বাংলাদেশি। তবে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আর ভারতফেরত ২৭ জন ও তাদের সহযোগিতা করা এক দালালকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে আদালত।

সোমবার (১০ মে) সকালে সীমান্তের মাটিলা ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই দিন বিকেলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ দেয় আদালত। যার পরিপ্রেক্ষিতে জেলা শহরের আজাদ রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সীমান্তের মাটিলা ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। পরে সেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারী ২৭ বাংলাদেশি নাগরিক ও তাদের সহায়তাকারী এক দালালকে আটক করা হয়। যেহেতু বিজিবির সরাসরি কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশনা নেই তাই আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।'

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'যেহেতু মামলাটি জামিনযোগ্য। তাই আদালত থেকে তারা জামিন নিয়েছে। তবে আদালতের নিদের্শনা মোতাবেক এই ২৮ জনকে ঝিনাইদহ শহরের আজাদ রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েকদিন পর তাদের শরীরে করোনার নমুনা পরীক্ষা করা হবে।'

এএএম/এএমকে
আর্কাইভ