• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শালিখায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:১১ পিএম

শালিখায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বুনাগাতি-আড়পাড়া সড়কের জুনারির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা বেগম (৩০) ও মেয়ে খাদিজা বেগম (৭ মাস)। দুর্ঘটনায় নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস।

ওসি তারকনাথ বিশ্বাস জানান, নিজ বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে শরীফা তার  শিশু কন্যা খাদিজাকে নিয়ে উপজেলা সদর আড়পাড়া যাচ্ছিলেন। এ সময় জুনারি মোড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্র্রাকের তলে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ ট্রাকসহ চালক মিজানুরকে আটক করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিআর/এম. জামান

আর্কাইভ