• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্নাঘরে মিলল শিশুর লাশ

প্রকাশিত: মে ১০, ২০২১, ০৯:৩৯ পিএম

নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্নাঘরে মিলল শিশুর লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

বছর দেড়েক আগে শরীফুলের ঘরে জন্ম নেয় আরাফাত। ছেলেকে নিয়ে খুব সুখেই যাচ্ছিল তাদের সময়। ছেলের যত্নে কোনো ত্রুটি রাখেনি শরীফুল। কিন্তু শুক্রবার সকালে নিখোঁজ হয় দেড় বছরের শিশুটি। 

অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর খুঁজে পাচ্ছিল না পরিবার। সোমবার (১০ মে) শরীফুলের প্রতিবেশী ছপের মালের রান্নাঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে।

গন্ধের কারণে তাদের বাড়িতে যেতে থাকে প্রতিবেশীরা। এ সময় প্রতিবেশীরা দেখেন, ছপের স্ত্রী কোহিনুর রান্নাঘর থেকে একটি বস্তা নিয়ে ঘরের পাশে পুনরায় মাটি চাপা দিতে থাকেন। সন্দেহ হলে সেখানে গিয়ে লাশ দেখতে পান তারা।

ঘটনা বুঝতে পেরে কোহিনুর পালাতে চেষ্টা করলেও তাকে প্রতিবেশীরা ধরে ফেলেন। পরে খবর দিলে লাশ উদ্ধারসহ কোহিনুরকে আটক করে পুলিশ। 

ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার  দাড়েপাড়া গ্রামের। ধারণা করা হচ্ছে, শুক্রবার শিশুটিকে অপহরণ করে কোহিনুর ও তার স্বামী ছপের মাল হত্যা শেষে রান্নাঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে। 

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কোহিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চলছে।’

এএএম/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ