• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৯:০০ এএম

নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম আব্দুল মালেক (৪২)। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বসেছিলেন কৃষক আব্দুল মালেক। এ সময় দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় আঘাত করে। পরে তার আত্মচিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, দুর্বৃত্তদের করা আঘাতে আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

টিআর/এএমকে

আর্কাইভ