• ঢাকা বুধবার
    ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারালেন মুদি ব্যবসায়ী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৬:৪৯ পিএম

গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারালেন মুদি ব্যবসায়ী

রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে নিচে রাখা গাছের গুঁড়িতে পড়ে আব্দুল গফ্ফার (৪৮নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফফার ওই গ্রামের নজিবর রহমানের ছেলে। স্থানীয় বাজারে তার মুদি দোকান ছিল।

স্থানীয় নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দুপুরের দিকে নিজের উঠানের পাশে মেহগনি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। একটি বড় ডাল কেটে নামার সময় ডালসহ গাছের নিচে থাকা গুঁড়ির ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি গাছের ডাল কাটতে উঠে নিচে পড়ে যান আব্দুল গফফার। সেখানে থাকা গাছের গুঁড়িতে মাথা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।’

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ