• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক, বেড়েছে ফেরির সংখ্যা

প্রকাশিত: মে ১০, ২০২১, ০৮:৩৪ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক, বেড়েছে ফেরির সংখ্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাভাবিক করা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। লকডাউনের কারণে এই রুটে কার্যত ফেরি চলাচল বন্ধ ছিল। শুধু অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য তিনটি ফেরি নিয়োজিত ছিল।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, সোমবার বিকেল ৫টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনটি ফেরির স্থলে আরও কয়েকটি ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে ঘাট এলাকায় অন্য কোনো যানবাহন না থাকায় পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। 

এ দিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন পাটুরিয়া ঘাট ঘুরে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই দু-তিনটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি ৩০০-৪০০ করে যাত্রী পার হয়েছে। সে ক্ষেত্রে পার হওয়া যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব মানার প্রবণতা লক্ষ্য করা যায়নি। 

ডব্লিউএস/এম. জামান
আর্কাইভ