• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে আরও দলীয় প্রার্থী চায় আওয়ামী লীগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৮:৫৩ পিএম

রংপুরে আরও দলীয় প্রার্থী চায় আওয়ামী লীগ

রংপুর ব্যুরো

এক সময় রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর সেটি দখলে নিতে চান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই লক্ষ্যে রংপুর সদর, গঙ্গাচড়া সংসদীয় আসন এবং সিটি করপোরেশন (রসিক)-এ দলীয় প্রার্থী চান ক্ষমতাসীন দলটির সাধারণ নেতাকর্মীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সাধারণ সভায় এ দাবি করেন তৃণমূল নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা হয়।

রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আমিন সরকার জানান, সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান বিষয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয়, দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীক বরাদ্দের ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া  জেলার অন্তর্ভুক্ত সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে যেগুলোর কমিটি নাই, সেগুলোতে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় নেতাকর্মীরা আগামী সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া রংপুর সিটি করপোরেশন, সদর ও গঙ্গাচড়া আসনে দলীয় প্রার্থী দাবি করেন। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দলের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে নেতাকর্মীদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর সদর আসনে প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে রয়েছেন। নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আওয়ামী আসনগুলোতে দলীয় প্রার্থী দেওয়া থেকে বিরত ছিল।

সাধারণ সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডআই/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ