• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রায়পুরায় দুই দলের ঝগড়ার প্রস্তুতিকালে একজন নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৮:৩৭ পিএম

রায়পুরায় দুই দলের ঝগড়ার প্রস্তুতিকালে একজন নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দলের ঝগড়ার প্রস্তুতিকালে নিজ দলের সদস্যদের হাতে আলমগীর হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার চানপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৪৫) চানপুর ইউনিয়নের কুড়েরপার গ্রামের সামসু মিয়ার পুত্র। তিনি শহীদ মিয়ার দলের সমর্থক। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কুড়েরপাড় গ্রামের শহীদ মিয়ার দল এবং এরশাদ মিয়ার দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং ঝগড়ার পূর্বাভাস চলছিল। এর মধ্যেসপ্তাহখানেক ধরে সবাই যার যার মতো করে মালামাল সরিয়ে নিচ্ছিল  শনিবার সকালে শহীদ মিয়ার দলেরই সদস্য আলমগীরের সঙ্গে ঝগড়া হয় তারই দলের প্রধান শহীদ মিয়ার। এরপর আলমগীর লোহার শাবল নিয়ে শহীদ মিয়াকে আঘাত করতে গেলে শহীদ মিয়ার ছেলে এবং একই পক্ষের বাকি সদস্যরা মিলে তাকে মারধর করে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর, তাদের বিরোধী দল এরশাদ মিয়ার দলের লোকজন নিহত আলমগীরকে তাদের দলের সদস্য দাবি করে শহীদ মিয়ার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে

একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার বলেন, ‘একজন নিহত হয়েছে। তারা একই বাড়ির, সম্পর্কে চাচাতো ভাই। মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে নিয়ে গিয়েও কাজ হয়নি।’

বিষয়ে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘একজন মারা গেছেন এমন সংবাদ শুনেছি। ইতোমধ্যে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে কী ঘটল তা নিশ্চিত না এখনও। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি আমরা। অভিযোগ পেলে এবং অভিযোগের সত্যতা যদি থাকে তাহলে আইনানুগভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ