• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশিত: মে ১০, ২০২১, ১০:৩৯ এএম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শাহ আলম চৌধুরী (৪৪) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও চার আরোহী আহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম চৌধুরী (৪৪) ছয়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আনোয়ারুল হকের ছেলে। তিনি ছায়ানী বাজারে ব্যবসা করতেন। আর আহতরা হচ্ছেন- আলী মিকার, আব্দুল হাকিম, ইমন ও সজিব হোসেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে রাজগঞ্জ থেকে ছয়ানী বাজারের দিকে আসছিল শাহ আলম চৌধুরী। তাদের মোটরসাইকেলটি লক্ষণপুর গ্রামের কাশেমের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, 'একটি মোটরসাইকেলে তিনজন, আর অপরটিতে দুজন আরোহী ছিল। দুর্ঘটনায় একজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

এএএম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ