প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:২৭ এএম
কুমিল্লায়
ফেন্সিডিলসহ মা ও ছেলেকে
আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের
নিকট থেকে ৪৩ বোতল
ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক টাস্কফোর্স অভিযানে
জেলার আদর্শ সদর উপজেলার শহরতলী
দূর্গাপুর এলাকা থেকে আটক করা
হয় তাদের।
আটক
মা ও ছেলে হলেন,
দূর্গাপুর এলাকার আনোয়ার হোসেন সূর্যবান (৪৬) ও ছেলে
মোঃ আখতারুজ্জামান মিলন (২৬)।
বুধবার
(২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে
পরিচালিত এই অভিযানে তাদের
আটক করা হয়।
কুমিল্লা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি
বলেন, ’৪৩ বোতল ফেন্সিডিলসহ
আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে
মা ও ছেলে। তারা
পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা
করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক
বাদী হয়ে একটি নিয়মিত
মামলা দায়ের করেছেন।’
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ টাস্কফোর্স অভিযানে
অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনীর সদস্য, এনএসআই এর সদস্যসহ প্রায়
৪০ জন সদস্য। মাদক
ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের যৌথ
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
ইফাত