• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:৫২ পিএম

হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে হাঁসের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাকিবুল সাকিব নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় আলমপুর কবিরাজ পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে।

পরিবার স্থানীয়রা জানান, উপজেলার বড় আলমপুর কবিরাজপাড়া গ্রামের শিশু সাকিব বুধবার দুপুরে বাড়িতে পালিত হাঁসের সঙ্গে খেলতে থাকে। একপর্যায়ে হাঁসগুলো বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে নামলে শিশুটিও পুকুরের পাড়ে চলে যায়। সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করার সময় পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখতে পান। পরে তারা শিশুটিতে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ