• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নোয়াখালীর ৯ ইউপিতে জিতেছে আ.লীগ প্রার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০২:৪১ এএম

নোয়াখালীর ৯ ইউপিতে জিতেছে আ.লীগ প্রার্থী

দেশজুড়ে ডেস্ক

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ১৬০ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলে নয়টিতে নৌকা ও চারটিতে নৌকাবিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের মহি উদ্দিন আহমেদ, চরইশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আলা উদ্দিন ওরফে আজাদ, বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম, তমরুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগের মো. রাশেদ উদ্দিন, সোনাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মেহেদী হাসান, জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইনজীবী মাসুম বিল্লাহ ও নিঝুম দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের মো. দিনাজ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল মান্নান, চরবাটা ইউনিয়নে আওয়ামী লীগের আমিনুল ইসলাম ওরফে রাজিব, পূর্ব চরবাটায় আওয়ামী লীগের আবুল বাশার মঞ্জু, চর আমান উল্যাহ ইউনিয়নে আওয়ামী লীগের অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আইনজীবী আবুল বাশার ডিপটি ও মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহি উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কুমার পাল বলেন, সুবর্ণচর উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ৮১৬ জন ভোটারের বিপরীতে চরবাটা, চরওয়াপদা, চরআমান উল্ল্যাহ, চরক্লার্ক, পূর্ব চরবাটা ও মোহাম্মদপুর ইউনিয়নে

চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। আমরা এ পর্যায়ে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পেরেছি।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আজকের নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

জেডআই/

আর্কাইভ