• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

৩৫ কেজির সেই বাঘাইড় ৪৭ হাজারে বিক্রি হলো

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:৩৯ পিএম

৩৫ কেজির সেই বাঘাইড় ৪৭ হাজারে বিক্রি হলো

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে এক জেলের জালে। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

সেখান থেকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহানের দোকানে আনেন নুরু। তিনি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৭ হাজার ২৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

জেলে নুর ইসলাম হালদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় বড় মাছ ধরতে যাই। সোমবার সকালে মাছ ধরতে গেলে দিন শেষে বাঘাইড় মাছটি সন্ধ্যায় ধরা পড়েছে বলে জানান।

দৌলতদিয়ার স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, বাঘাইড় মাছটি সরাসরি জেলে নুর ইসলাম হালদারের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেছি। কেজিপ্রতি ১০০ টাকা লাভে মাছটি ঢাকার কাঁচপুরে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকতা মো.রোকনুজ্জামান বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ বর্তমানে খুব কমই পাওয়া যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

জেডআই/

আর্কাইভ