• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে আগে মনস্থির করুক : ইনু

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:৫৭ পিএম

বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে আগে মনস্থির করুক : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপির নিরপেক্ষ নির্বাচন কমিশন দাবি প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ তারেক, খালেদা জিয়া, যুদ্ধপরাধী ও জামায়াতকে রক্ষা করা। নির্বাচনকে দেখার মাপকাঠির চশমাটা এখনও ঠিক না, বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে আগে মনস্থির করুক।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কে এন বি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে ইনু এসব কথা বলেন। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসানুল হক ইনু।

জাসদ সভাপতি ইনু বলেন, ‘বিএনপি নেতাদের নির্দলীয়-নিরপেক্ষ সরকারের প্রস্তাবটার অর্থ হচ্ছে দেশের সাংবিধানিক শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ