• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

চিলমারীতে ভাইস চেয়ারম্যান হলেন যুবলীগ সভাপতি জামান

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:৪০ পিএম

চিলমারীতে ভাইস চেয়ারম্যান হলেন যুবলীগ সভাপতি জামান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হলেও ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম।

উপজেলার ৬টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রের ২৬৬ কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ উপজেলায় মোট ১ লাখ ৫ হাজার ৯২৫ জন ভোটারের মধ্যে ৪৭ হাজার ৯০২ পুরুষ ও ৫০ হাজার ৭২৩ জন মহিলা ভোটার।

চিলমারীর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮০ জন পুলিশ ও র‍্যাব-এর সঙ্গে ৫৪০ জন আনসার সদস্য কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করে। কোনো রকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে ছিল না বিএনপি। নদনদী ভাঙনের শিকার চিলমারীতে দিনব্যাপী ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান আজাদ জামান চশমা মার্কা নিয়ে ১০ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আনোয়ার জাহিদ পলাশ নলকূপ মার্কা নিয়ে ৭ হাজার ৩ ভোট পান।

সকাল থেকে ঢিলেঢালাভাবে ভোটগ্রহণ হলেও  কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এস/এম. জামান

আর্কাইভ