• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘নেতা ম্যানেজ করে ইউপি নির্বাচনে মনোনয়ন মিলবে না’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৮:৫৯ পিএম

‘নেতা ম্যানেজ করে ইউপি নির্বাচনে মনোনয়ন মিলবে না’

রংপুর ব্যুরো

নেতা ম্যানেজ করে ইউপি নির্বাচনে মনোনয়ন নেয়া যাবে না। জনসমর্থন থাকতে হবে। কারও কানকথায় কোনো কাজ হবে না। আমরা তিনটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন দেবো। যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, ‘যারা দলের মনোনয়ন নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা আর দলের লোকজনকে চিনেন না। ফলে নিজেদের মাঝে বিরোধের সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হবেন আর পরে দলের সুযোগ সুবিধা ভোগ করবেন তা হতে দেয়া হবে না। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সব মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটনসহ উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

আর্কাইভ