• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাড়ির উঠানে মিললো গুপ্তধন!

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ১২:৪৯ পিএম

বাড়ির উঠানে মিললো গুপ্তধন!

গাজীপুর প্রতিনিধি

বাড়ির উঠানে মাটি কাটছিলেন শ্রমিকরা। কোদালে হঠাৎ কোনো ধাতব পদার্থের আঘাত লাগে। পরে একে একে বেরিয়ে আসে ১০০ বছরের পুরনো কিছু গুপ্তধন। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের জয়দেবপুর উপজেলার দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ইদ্রিস ৩০টি রুপার মুদ্রা পান। যার ওজন প্রায় ৩০ ভরি। এগুলো সব শতবর্ষী রুপার মুদ্রা। বিষয়টি পুলিশকে জানানো হলে জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির পরিদর্শক আশরাফ ঘটনাস্থলে গিয়ে ৩০টি রুপার মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়িয়ার আমতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ জানান, শতবর্ষী রুপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, রুপার মুদ্রার গায়ে খোদাই করে লেখা আছে ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল। তাই মুদ্রাগুলো ১০০ বছরের পুরনো সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ