• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৫৩ পিএম

পলাশবাড়ীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় জাহিদ হাসান (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের নুরপুর বাড়াইপাড়া গ্রামের একটি আম গাছ থেকে জাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু জাহিদ ওই গ্রামের শামছুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জাহিদের বাড়ির পাশের একটি আম গাছে তার গলায় ফাঁস লাগানো অবস্থা মরদেহ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে জাহিদের মৃতদেহ উদ্ধার করে। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, জাহিদের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

নূর

আর্কাইভ