• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে রাস্তা পাকাকরণের দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:২২ পিএম

গোবিন্দগঞ্জে রাস্তা পাকাকরণের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।  শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাকাইহাট এলাকায় নাকাই-হরিরামপুর নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে নাকাইহাট কলেজ মোড় থেকে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রি পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম, ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আব্দুর নূর, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন, পোগইল দাখিল মাদরাসার শিক্ষক আতাউর রহমান সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুন্নবী সরকার, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রধান, নাকাইহাট হরিরামপুর নাগরিক কমিটির আহ্বায়ক এসএম সোহেল, আব্দুল লতিফ সরকার প্রমুখ।

এসময় বক্তরা বলেন, নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি বেহাল সামান্য বৃষ্টিতেই চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের। উপজেলার বড় হাটগুলোর মধ্যে একটি নাকাইহাট। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করেন দীর্ঘদিনেও রাস্তাটির কাজ না করায় রাস্তার দুপাশ ভেঙে পড়ায়  চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, রাস্তাটিকে কেন্দ্র করে একটি কলেজ, একটি দাখিল মাদরাসা, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফেজি মাদরাসা শিমুলতলী নামক একটি বাজার রয়েছে। রাস্তা বেহাল থাকায় এসব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারে না। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির জন্য একাধিকবার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।

নূর/ডাকুয়া

আর্কাইভ