• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গোয়ালন্দে জেলেদের জালে ১৮ কেজির কাতলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৩:৩১ পিএম

গোয়ালন্দে জেলেদের জালে ১৮ কেজির কাতলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়ায় কাতলাটি ধরা পড়ে। মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন মাছের বাজারে নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, শুক্রবার রাতে পাবনার কাজির হাটের জেলে গুরুদেব হালদারসহ আরও কয়েকজন নদীতে মাছ ধরতে নামেন। ভোররাতের দিকে তার জালে মাছটি ধরা পড়ে।

মাছের ক্রেতা চান্দু মোল্লা জানান, কাতল মাছটি কিনে তিনি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন। মাছটি বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিচিতজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। তিনি আশা করছেন, কাতল মাছটি ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ অঞ্চলে ইলিশের দেখা তেমন একটা না মিললেও মাঝে মধ্যে বড় বড় কাতলবোয়াল, পাঙাশ ও বাঘাইড় মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর পানি কমলে আরও অনেক মাছ পাওয়া যাবে।

জেডআই/এম.জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ